কলকাতা ২৩ এপ্রিল : কাশ্মীরে নিধনে প্রশ্ন তুললেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন মঙ্গলবার বেশি রাতে সামাজিক মাধ্যমে লিখেছেন, “কাশ্মীরে ৩৭০ ধারা তুলে সন্ত্রাসবাদীদের একদম ঠাণ্ডা করে দিয়েছে বিজেপি সরকার! যারা এসব বলতো, তারা আজ দায়িত্ব নেবে না? জঙ্গিহানায় চলে গেল তরতাজা প্রাণ কতগুলো! একেবারে পহেলগাঁও! কাশ্মীরকে সন্ত্রাসীদের জন্য সুবিধাজনক করে দিয়েছে দিল্লির পলিসি! সন্ত্রাসবাদ রুখতে কাশ্মীরের সাধারণ মানুষকে কাছে টানতে হয়! দূরে ঠেলতে নেই! বিজেপি তাই করেছে, করছে!”