Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

1 year ago

Kolkata : মানিকতলার কল্যাণের মায়ের সঙ্গে সৌজন্যতা তৃণমূল কাউন্সিলরের, গড়লেন নজির

Courtesy Trinamool councilor with the welfare mother of Manikatala
Courtesy Trinamool councilor with the welfare mother of Manikatala

 

কলকাতা, ১০ জুলাই  : পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই ভোটগ্রহণ চলছে। এর মাঝেই এক অন্য ছবি ধরা দিল মানিকতলায়। সেখানকার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মাকে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট তথা কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত। বিজেপি প্রার্থীর মা সন্ধ্যা চৌবে প্রবীণ নাগরিক। তাঁর কাছে ভোটার স্লিপ না থাকায় নিজের বুথ নম্বর বুঝতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসেন মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডের চিফ ইলেকশন এজেন্ট তথা কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত। ভোটার লিস্ট দেখে সন্ধ্যা দেবীর বুথ ও পার্ট নম্বর জানিয়ে তাঁকে সাহায্য করেন অনিন্দ্যবাবু। তাঁর ওয়ার্ডেরই দীর্ঘদিনের বাসিন্দা সন্ধ্যা চৌবে। তৃণমূল কাউন্সিলরের এই ব্যবহারে খুশি বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা।

You might also like!