kolkata

5 days ago

Weather Forcast: উত্তুরে হাওয়ার আগমণ শীঘ্রই, ১৫ নভেম্বরের পর শীতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৯ নভেম্বর : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। শীতের আমেজও অনুভূত হবে বিস্তীর্ণ অংশে। ১৫-২১ নভেম্বর এই সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদও নামবে। তার আগে আপাতত আগামী কয়েকদিন মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি।

আবার আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। উত্তরবঙ্গে অবশ্য আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।। দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবার।

You might also like!