West Bengal

1 day ago

Kultali Tiger Fear : কুলতলিতে ফের বাঘের আতঙ্ক! বন্দি করতে গিয়ে জখম বনকর্মী

Royal Bengal Tiger
Royal Bengal Tiger

 

কুলতলি, ১০ ফেব্রুয়ারি : দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ফের বাঘের আতঙ্ক! এবার বাঘকে বন্দি করতে গিয়ে জখম হয়েছেন এক বন কর্মী। রবিবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। খবর পেয়েই সেখানে গিয়েছিলের বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের কর্মীরা। সেই বাঘকে বন্দি করতে গিয়ে বাঘের মুখে পড়লেন বনকর্মী। এক বন কর্মীর ঘাড় কামড়ে ধরে বাঘ। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখনও বাঘ ওই এলাকায় রয়েছে বলে জানা গিয়েছে।

You might also like!