West Bengal

3 days ago

E -Vessel : প্রথম ই–ভেসেলের পথ চলা শুরু হচ্ছে বাংলায়

E Vessel (Symbolic picture)
E Vessel (Symbolic picture)

 

কলকাতা, ৯ জানুয়ারি : বৃহস্পতিবার বিকেলে মিলেনিয়াম পার্ক থেকে অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদ্যুৎ পরিচালিত এই ভেসেল তৈরিতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, "পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। এর ফলে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।"

পরিবহণ দফতর সূত্রের খবর, এই লঞ্চ তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। এই ই-ভেসেলটিতে এসি এবং নন এসি দুটি বিভাগই থাকছে। এসিতে ৩০ জন যাত্রী এবং নন এসিতে ৬২ জন যাত্রী নেওয়া হবে। মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এই বিদ্যুৎ চালিত ভেসেলটি।

পরিবহণ দফতরের এক কর্তা বলেন, "১৫০ জন যাত্রী বহন ক্ষমতাসম্পন্ন একটি লঞ্চ চালাতে ঘণ্টায় ১০ লিটার ডিজেল খরচ হয়। সেখানে ইলেকট্রিক, ব্যাটারি চালিত এই ভেসেল দু ঘণ্টা পর্যন্ত বা ৩০ কিমি পথ একটানা চলতে পারবে।"

You might also like!