West Bengal

4 months ago

Jalpaiguri Ramakrishna Mission: মানুষ গড়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে

Jalpaiguri Ramakrishna Mission Ashram started a special program aimed at building people
Jalpaiguri Ramakrishna Mission Ashram started a special program aimed at building people

 

জলপাইগুড়ি, ২৪ মে : মানুষ গড়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু করল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। তিন দিন ধরে চলবে এই বাৎসরিক অনুষ্ঠান। পূজা-পাঠ ও যুব সম্মেলনের মধ্য দিয়ে শুরু হল এই বিশেষ কর্মসূচি। তিন দিন ধরে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আয়োজন।

ছাত্র সমাজের মননকে বিকশিত করতে ও সঠিক দিশা দেখাতেই এই যুব সম্মেলনের আয়োজন। সঠিক শিক্ষা কীভাবে প্রকৃত মানুষ গঠনের ভিত তৈরি করে, সে কথা জেলার বিভিন্ন স্কুল থেকে আগত পড়ুয়াদের বোঝানো হয়। তুলে ধরা হয় যুব সমাজের মানসিক চেতনার বিকাশে স্বামী বিবেকানন্দের আদর্শের কথা। শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ির আশ্রমপাড়ায় রামকৃষ্ণ মিশনের প্রাঙ্গনে ভক্তদের ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্র-ছাত্রীরা এদিন আসেন এই যুব সম্মেলনে অংশ নিতে।

তিন দিন ব্যাপী এই কর্মসূচির বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, আমাদের কর্মসূচিগুলির একমাত্র উদ্দেশ্য হল মানুষ তৈরি করা। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন শুধু ছাত্রদের জন্যই নয়, এর আগে শিক্ষকদের জন্য, কৃষকদের জন্যও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ছাত্ররা সত্যিকারের মানুষ হয়ে উঠলে, দেশের উন্নতি হবে। স্বামী বিবেকানন্দের ভাবনার এক শতাংশও যদি প্রতিফলিত হয়, দেশের অনেক উন্নতি হবে।’


You might also like!