West Bengal

4 months ago

Mamata Banerjee:বিজেপিকে সন্তুষ্ট করতে নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

রায়দিঘি, ২৪ মে : লোকসভা নির্বাচন ৭-দফায় করানো নিয়ে ফের নির্বাচনী কমিশনের দিকে আঙুল তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "দু’মাস ধরে আমি নির্বাচনী সভা করেই যাচ্ছি। সভা করতে করতে মাঝেমাঝে ভাবি, যদি এই সময়টা সভা না করে সরকারে থেকে জনগণের কাজ করতে পারতাম তবে আরও কিছু করতে পারতাম। কিন্তু আড়াই মাস ধরে নির্বাচন চলছে। পৃথিবীর কোথাও এমন হয় না। একমাত্র বিজেপিকে সন্তুষ্ট করতেই নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে।’’

এদিন রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে জনসভা করেছেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, "এ বারের নির্বাচনে দেখছি বিজেপির মিথ্যা কথা বলার সংখ্যাও আরও বেশি বেড়ে গিয়েছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে যে ছবিগুলো দেখাচ্ছে তা আসল নয়। সব ক’টা মিথ্যা কথার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।’’ ১০০ দিনের বকেয়া নিয়ে রায়দিঘির সভা থেকেও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘‘কাড়ি কাড়ি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। কিন্তু ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের কাছে টাকা নেই।’’


You might also like!