West Bengal

4 months ago

Cyclone Rimmel Update:সাইক্লোন রিমেলের প্রভাবে জলোচ্ছ্বাস দিঘায়

Cyclone Rimmel  Update
Cyclone Rimmel Update

 

পূর্ব মেদিনীপুর : শনিবার সকাল থেকেই দিঘায় রিমেলের প্রভাবে চলছে প্রবল জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘা উপকূলে। এদিকে সপ্তাহান্তেও দিঘায় পর্যটকদের সেভাবে ভিড় ছিল না। নেপথ্য কারণ ভোট এবং রিমেল বলেই দাবি হোটেল মালিকদের একাংশের।

পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জলোচ্ছ্বাসের দৃশ্য দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা।শনিবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে শুরু করেছে।

শনিবার কাঁথিতে ভোট চলছে। প্রশাসনের তরফে দাবি করা হয়েছিল সপ্তাহান্তে পর্যটকদের দিঘায় না থাকার নির্দেশ দেওয়া হবে। ফলে শনি-রবিবার নতুন করে পর্যটকরা দিঘাতে যেতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছিল। যদিও হোটেল মালিকদের সংগঠনের তরফে দাবি করা হয়েছিল, আলাদা করে এই নিয়ে কোনও নির্দেশ তাঁরা পাননি।

শনিবার দিঘায় পর্যটক সংখ্যা অনেকটাই কম ছিল। দূর থেকেই অনেকে সমুদ্রের রুদ্রলীলা দেখেন। আর সেই 'ভয়ংকর সুন্দর' রূপ মনে রেখে দেওয়ার মতো, এমনটাই দাবি পর্যটকদের।

মেয়েকে কোলে নিয়ে জলোচ্ছ্বাস দেখছিলেন তারকেশ্বরের বাসিন্দা সৌমেন পাল। তিনি বলেন, 'আমরা সপ্তাহের শেষে ছোট খাটো ছুটিতে দিঘায় আসি। স্কুল ছুটি। তাই এসেছিলাম। সমুদ্রে তো নামতে দিচ্ছে না। কিন্তু, জলোচ্ছ্বাসের এই দৃশ্য আগে কোনওদিন দেখিনি। সারা জীবন এই অভিজ্ঞতা মনে থাকবে।’


You might also like!