West Bengal

1 month ago

Siliguri sub-division : শিলিগুড়ি মহকুমার ৬৫টি গ্রাম মডেল গ্রামের তকমা পেল

Siliguri sub-division (symbolic picture)
Siliguri sub-division (symbolic picture)

 

শিলিগুড়ি, ২ আগস্ট : শিলিগুড়ি মহকুমার ৬৫টি গ্রাম মডেল গ্রামের তকমা পেল। বৃহস্পতিবার স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আসে নকশালবাড়িতে তিন সদস্যের কেন্দ্রীয় অডিট দল। গত সোমবার থেকে মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে তথ্য সংগ্রহ করছেন ওই দলের প্রতিনিধিরা। শনিবার পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। এদিন পর্যন্ত মহকুমার ৩৩২টির মধ্যে ৬৫টি গ্রামকে মডেল গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও শনিবারের মধ্যে এই সংখ্যাটা বাড়বে বলেই মনে করছেন মহকুমা পরিষদের আধিকারিকরা। শিলিগুড়ি মহকুমা পরিষদের এক আধিকারিক জানান, গত সোমবার থেকে কেন্দ্রীয় প্রতিনিধিদল অডিটের কাজ শুরু করেছে। শনিবার ফাইনাল রিপোর্ট তৈরি হবে।

মহকুমা পরিষদ সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ২২টি গ্রাম পঞ্চায়েতে প্রায় ১১ কোটি টাকার কাজ হয়েছে। ৩৩২টি গ্রামের মধ্যে যেগুলিতে সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, প্রতিটি বাড়ি এবং স্কুলে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, সেগুলি মডেল গ্রাম হিসেবে ঘোষণা করা হচ্ছে। নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘এসবিএম প্রকল্পে ১ কোটি ৬০ লক্ষ টাকার কাজ চলছে আমাদের ২৬টি সংসদে। তা যাচাই করতে কেন্দ্রীয় টিম এসেছিল।’ মহকুমা পরিষদ সূত্রে খবর, এই প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীর ২৭৪ জন মহিলাকে চিহ্নিত করে তঁাদের বাড়িতে শৌচালয় তৈরির জন্য মাথাপিছু ১২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই ১৮১টি আইসিডিএস কেন্দ্রে শৌচালয় বানানোর কাজ শুরু হয়েছে।


You might also like!