Video

1 year ago

ভোর রাতে বাস দুর্ঘটনায় মৃত ১ আহত ৩৫ জন

 

ভোর রাতে বাস দূর্ঘটনায় মৃত এক আহত ৩৫ জন, হরিপালের ইলিপুরে অহল্যা বাই রোডের ঘটনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,পুরুলিয়ার অযোধ্যা থেকে বেরিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পোড়ে নয়নজুলীতে উল্টে যায় পর্যটক বোঝাই বাসটি। ঘটনায়  মৃত হয় ১ আহত হন ৩৫ জন পর্যটক। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় কোলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আহতদের দেখতে আজ সকালে হরিপাল হাসপাতালে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবি মান্না। জানা গেছে দক্ষিন ২৪ পরগনার রায়দিঘি এলাকার  ৬৭ জনের একটি পর্যটক দল গত সোমবার  অযোধ্যা বেড়াতে গিয়েছিল।সেখান থেকে ফেরার পথে হরিপালের ইলিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়না জুলিতে উল্টে যায় বাসটি। ঘটনার পরেই যাত্রীদের চেঁচামেচিতে রাস্তা দিয়ে যাতায়াতকারী অন্যান্য গাড়ির লোকেরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ।তড়ি ঘড়ি  আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। যার মধ্যে তাপসী হালদার নামে এক মহিলার মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত ১৫ জনকে কোলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়েই হরিপাল গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী বলেন,অযোধ্যা থেকে ফেরার পথে বাসটি উল্টে যায় সকলেই আহত হয়েছেন।হরিপাল ও চন্ডীতলা থানার পুলিশ এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হন যাত্রীরা।আহতদের চিকিৎসা চলছে।তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছ।বাস যাত্রীদের দাবি অনেকেই বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন সম্ভবত বাস চালকেরও ঘুম পেয়ে গিয়েছিল তাই হেল্পার বাস চালাচ্ছিল।প্রথমে একটি গাড়ির পিছনে ধাক্কা মারে তারপর নয়ানজুলিতে উল্টে যায়।অপর একটি টুরিস্ট বাস তাদের উদ্ধার করে পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

You might also like!