Salt Lake Fire | সল্টলেকে সি ই ব্লকের ৮৬ নাম্বার বাড়ির দু তলায় আগুন
সল্টলেকে সি ই ব্লকের ৮৬ নাম্বার বাড়ির দু তলায় আগুন। দমকলের দুটো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সকাল বেলায় এই অগ্নিকান্ডের ফলে আতঙ্কিত হয়ে পরে পরিবার।ঘর থেকে নিচে নেমে আসে প্রত্যেকে।