দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এই গরমে তাপমাত্রা হয়ে উঠেছে অসহনীয় , আর গাড়িতে এসি চালালেও অনেক সময় কেবিন ঠাণ্ডা হয়না । আপনার সঙ্গেও কি এমনটা ঘটছে? তবে জেনে নিন কিছু কার্যকরী টিপস । যা অতিরিক্ত গরমেও গাড়ি ঠাণ্ডা রাখতে সাহায্য করবে ।
* গাড়িতে বসেই প্রথমে এসি চালু করবেননা । বরং গাড়িতে ঢুকে প্রথমেই গরম বাতাস দূর করুন । গাড়ির দরজা জানলা গুলো ৩-৪ বার খোলা-বন্ধ করুন । এর ফলে ভিতরের গরম বাতাস সহজেই বেরিয়ে যায় ।
*এসি চালু করার সঙ্গে সঙ্গে জানালাগুলো সামান্য খোলা রাখুন। এতে হালকা গরম বাতাস ওপরের দিক দিয়ে বেরিয়ে যাবে, এবং ঠান্ডা বাতাস সহজে ছড়াবে।
*সূর্যের আলো সরাসরি গাড়ির ড্যাশবোর্ড ও আসনকে উত্তপ্ত করে ফেলে। তাই এগুলো তোয়ালে দিয়ে ঢেকে রাখলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।
*গাড়ি ঠান্ডা হয়ে গেলে AC থেকে ফ্যান মোডে পরিবর্তন করে দিন এর ফলে জ্বালানি খরচও কমবে এবং এসির ওপর চাপও কম পরবে ।
*ফিল্টার পরিষ্কার আছে কি না এবং গ্যাস লেভেল ঠিক আছে কি না—এসব প্রতি ৬ মাস অন্তর দেখে নেওয়া জরুরি।
উপরিউক্ত টিপস গুলি অনুসরণ করলে তীব্র গরমে আপনার গাড়ি আরও ভালো ভাবে ঠাণ্ডা হবে এবং স্বস্তিও মিলবে ।