Life Style News

11 months ago

Ayurvedic Drinks: গোছা গোছা চুল ওঠা বন্ধ করতে ভরসা রাখুন এই আয়ুর্বেদিক পানীয়ে

Trust this Ayurvedic drink to stop hair fall
Trust this Ayurvedic drink to stop hair fall

 

আমলকীর রস

আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্য়ান্টিঅক্সিড্যান্ট থাকে। এগুলি আপনার চুলের ফলিকলে পর্যাপ্ত পুষ্টির ঘাটতি মেটায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন এক গ্লাস আমলকীর জুস খেলেই উপকার মিলবে। 

ভৃঙ্গরাজ চা

আয়ুর্বেদিক হেয়ার কেয়ারে বছরের পর বছর ধরে ভৃঙ্গরাজ ব্যবহার হয়ে আসছে। এটি আপনার চুলের জন্যে খুব উপকারী। নিয়মিত ভৃঙ্গরাজ চা-এ চুমুক দিন, আর দেখুন ম্যাজিক!

জবার চা

আপনি নিয়মিত জবা ফুলের চা পান করতে পারেন। জবা ফুলে উপস্থিত ভিটামিন ও অ্যামিনো অ্যাসিড আপনার চুলের জন্যে খুবই উপকারী, যা চুল ঝরা কমাতে সাহায্য করবে।

মেথির জল

মেথিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান চুল ঝরা কমায় এবং চুলের গোড়া মজবুত করে। তাই সামান্য টান পড়লেই চুল গোড়া থেকে উঠে আসে না। প্রতি দিন সকালে উঠে মেথি ভেজানো জল খান। চুল পড়া নিয়ন্ত্রণে আসবেই।

নারকেলের জল

নিয়মিত নারকেলের জল পান করুন। এতে আপনার স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকবে। ফলে, চুল পড়াও চলে আসবে নিয়ন্ত্রণে।

You might also like!