Life Style News

8 months ago

Harmful For Skin: ত্বকের জন্য অনুপযোগী এই ৪ জিনিস! কি কি?

These 4 things are unsuitable for the skin!
These 4 things are unsuitable for the skin!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাকৃতিক উপাদান মানেই যে তা ত্বকের জন্যে উপকারী, এমন ধারণা কিন্তু ঠিক নয়! বরং কোনও কোনও প্রাকৃতিক উপাদান ত্বকের ক্ষতিও করতে পারে। তাই জেল্লাদার ত্বক পাওয়ার জন্যে বুঝেশুনে উপাদান ব্যবহার করা উচিত, জেনে নিন কোন প্রাকৃতিক উপাদানগুলি ত্বকের ক্ষতি করবে।

পাতিলেবু বা কমলালেবু ব্যাবহার করা যাবে না 

ত্বকের জেল্লা বাড়ানোর জন্যে অনেকেই পাতিলেবু ব্যবহার করে থাকেন। আর এই শীতে তো কমলালেবুর ফেসপ্যাক হরদম ব্যবহার করছেন অনেকেই। কিন্তু একথা অধিকাংশেরই অজানা যে, এই দুই উপাদান ত্বকের জন্যে বেজায় ক্ষতিকারক। এমনকী ত্বকের অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে পারে এই দুই উপাদান। তাছাড়া এসব মেখে রোদে বেরোলে আনইভেন স্কিনটোনের ফাঁদেও পড়তে পারেন। তাই এই বিষয়ে সাবধান থাকাই বাঞ্ছনীয়।

প্রসঙ্গত, ত্বকের সৌন্দর্য ধরে রাখতে আপনি পাতিলেবু এবং কমলালেবুর পরিবর্তে ভিটামিন সি সিরাম ও নিয়াসিনামাইড ব্যবহার করতে পারেন। তাতেই উপকার মিলবে ষোলো-আনা।

এড়িয়ে চলুন এই জিনিসটিও 

জৌলুস ধরে রাখতে প্রাকৃতিক এক্সফোলিয়েটর ব্যবহার করা জরুরি। তাই বলে মুখে কখনও ওয়ালনাট স্ক্রাব ব্যবহার করবেন না। কারণ এটি আপনার ত্বকের জেল্লা তো বাড়াবেই না, উল্টে ক্ষতি করবে। এমনকী ত্বকে ক্ষতও তৈরি করতে পারে। তাই সাবধান!

এর পরিবর্তে ৬% গ্লাইসোলিক অ্যাসিডের মতো কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ব্যবহার করা শুরু করুন। এতে মুখের উপর জমে থাকা মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যাবে। ফলে জেল্লা ফিরবে রাতারাতি।

আপেল সাইডার ভিনিগারও ক্ষতিকারক

ডাঃ পন্থের মতে, এটি একটি প্রচলিত ঘরোয়া টোটকা। কিন্তু এই উপাদান আপনার ত্বকের জন্যে বেশ ক্ষতিকারক হয়ে উঠতে পারে। ত্বক পুড়িয়ে দিতে পারে, এমনকী মুখে চুলকানি এবং জ্বালাভাবের কারণও হতে পারে।

তাই আপেল সাইডার ভিনিগারের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন ল্যাকটিক অ্যাসিড সিরাম। এটি আপনার ত্বকে মাইল্ড এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে এবং আর্দ্রতার মাত্রাও ঠিক রাখবে। এমনকী অ্য়াকনের দাগছোপ ওঠাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ল্যাকটিক অ্যাসিড।

সতর্ক থাকতে ক্ষতি কী!

আপনার যদি সংবেদনশীল ত্বক হয় কিংবা ত্বকের কোনও চিকিৎসা চলে, তাহলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে কোনও উপাদানই মুখে ব্যবহার করবেন না।

এসব নিয়ম মেনে চলার পাশাপাশি প্রতিদিন ক্লিনজিং-টোনিং-ময়শ্চারাইজিং করবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। আপনার জেল্লা যে বাড়বেই, সে কথা বলাই বাহুল্য!

You might also like!