Life Style News

10 months ago

Winter Care : শীতে জুতো পরলে মোজায় গন্ধ! দূর হবে এই ঘরোয়া টোটকায়

socks Care in Winter (Symbolic Picture)
socks Care in Winter (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত পড়তেই আপনার জুতোর ভিতরে ঘামে ভিজে মোজা দিয়ে বিকট গন্ধ আসছে!আশপাশের লোকেরাও বিরক্তি প্রকাশ করছেন!এর থেকে মুক্তি পেতে চান রইলো কিছু সহজ টিপস। 

১/ শীতকালেও অনেকের পা ঘেমে যায়। তাই পায়ের যত্ন নিন সবার আগে। রোজ রাতে বাড়ি ফিরে উষ্ণজলে নুন ফেলে পা ভিজিয়ে রাখুন। তার পর ভালো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

২/ রোজ মোজা কেচে নিন। পারলে ডেটল জল ব্যবহার করুন। কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন।  দেখবেন এতে সমস্যা মিটবে।

৩/ মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে নিন। একটু বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে পায়ে ঘষে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে।

৪/ বাড়িতে ফিরে জুতোর মধ্যে কিছুটা পরিমাণ কাগজ ঢুকিয়ে রাখুন। এতে জুতোর মধ্যে হওয়া দুর্গন্ধ দূর হবে।

৫/ সপ্তাহে একবার জুতো রোদে দিন। এতে জুতোও ভালো থাকবে এবং দুর্গন্ধও হবে না।

You might also like!