Life Style News

1 year ago

Monsoon Pet Care: এই বর্ষায় পোষ্যদের বাড়তি যত্ন চাই, কীভাবে সুস্থ রাখবেন জেনে নিন

Monsoon Pet Care
Monsoon Pet Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কথায় বলে কুকুর প্রভুভক্ত। 'বিশ্বাসঘাতকতা' শব্দটা তাদের অভিধানে নেই৷ একাকীত্ব কাটাতে অনেকেই সারমেয় পোষেন। বাড়িতে একটা পোষ্য থাকলে মন খারাপের জো থাকে না, ওরাও হয়ে ওঠে পরিবারেরই একজন। এই বর্ষায় কীভাবে পোষ্যদের রাখবেন চনমনে?

শুকনো রাখুনঃ বৃষ্টিতে ভিজতে দেবেন না। ঠান্ডা লাগা বাদেও, বৃষ্টির জল গায়ে বসে দীর্ঘক্ষণ পশম ভিজে থাকে। এতে ওদের অস্বস্তি হয়। ভিজলেও তোয়ালে দিয়ে ভাল করে মুছিয়ে উষ্ণ শুষ্ক জায়গায় রাখুন।

নিয়মিত ব্রাশ করুন পশমঃ বর্ষায় পোষ্যদের পশম বেশি ওঠে। তাই পশম পরিস্কার রাখুন, নিয়মিত ব্রাশ করুন।

টিক্স ও মাছির থেকে রক্ষা করুনঃ বর্ষায় টিক্স ও মাছির উপদ্রব বাড়ে। তাই সেসব থেকে পোষ্যদের দূরে রাখতে ডাক্তারের পরামর্শ নিন।

খাওয়া দাওয়াঃ এই সময় পোষ্যদেরও পেটের গড়বড় দেখা যায়। তাই তাদেরও খাওয়ান স্বাস্থ্যকর খাওয়ার।


You might also like!