Life Style News

8 months ago

Concentration Trics: আজকাল ঠিক কাজে মন বসছে না? এই কয়েকটি উপায়ে ফিরতে পারে মনোযোগ

Concentration (File Picture)
Concentration (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের জীবনকে ঘিরে রয়েছে এমন কিছু দুশ্চিন্তা, যা আমাদের অবচেতন মনের গভীরে লুকিয়ে থাকে। আর সেই দুশ্চিন্তা যাকে টেনশন বলা হয় তা আমাদের কোনো নির্দিষ্ট কাজে মননিবেশের সম্মুখে বাঁধা হয়ে দাঁড়ায়। তাই আজ আপনাদের জন্য রইল নিজের মনকে নিয়ন্ত্রণে আনার কিছু পন্থা, যা আপনাদের সাহায্য করবে। 

১. প্রযুক্তিকে দূরে সরিয়ে

এ সময়ে এটি সবচেয়ে কঠিন কাজ বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। কিন্তু কেউ যদি এই চেষ্টা একবার করতে পারেন, তাহলে খুব ভালো হয়। এক দিনে সম্ভব নয়, তাই সপ্তাহখানেক হাতে সময় নিয়ে এটি করে ফেলতে হবে। মানুষ চাইলে সব সম্ভব—এই বিশ্বাস মনে রাখলে দেখবেন সত্যিই পেরেছেন।

২. শ্বাস–প্রশ্বাসের ব্যায়াম

নিজেকে শান্ত ও স্থির রাখতে শ্বাস–প্রশ্বাসের ব্যায়াম খুব কাজে দেয়। পাঁচবার শ্বাস নিন ও ছেড়ে দিন। চোখ বন্ধ করে ভাবুন যে আপনার এখন মনোযোগ আসবে।

৩. ভালো মিউজিক শুনুন

অনেকে কোনো কিছু শুনলে কাজ করতে পারেন না। কিন্তু হালকা কোনো নরম সুরের মিউজিক শুনতে শুনতে আপনি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। সুন্দর সুর, গান মনকে ফুরফুরে করে। ক্লান্তি কমিয়ে দেয়। সে কারণে আপনি চাইলে এভাবে মনোযোগ বাড়াতে পারেন।

৪. বিরতি নিন

ধরুন কিছুতেই আসছে না মনোযোগ। সে ক্ষেত্রে কাজ থেকে হালকা বিরতি নিতে পারেন। নিজের মতো করে বা সময় কাটাতে ভালো লাগে, এমন কারও সঙ্গে গল্প করতে পারেন। অ্যারোমা থেরাপি নিতে পারেন। মনোযোগ বাড়ানোর বেশ কিছু মেডিটেশন আছে, সেগুলো করতে পারেন। পড়তে ভালো লাগে, এমন কোনো বই পড়তে পড়তে দেখবেন আবার ফিরে আসছে মনোযোগ।

৫. তালিকা তৈরি করুন

সব কাজ একবারে না করে বা কাজ জমিয়ে রাখবেন না। তাতে মস্তিষ্ক জানান দিতে থাকে, অনেক কাজ সামনে। এতে মনোযোগের বিঘ্ন ঘটে। তাই প্রতিদিন

অল্প অল্প করে কাজ করুন। যেদিন একেবারে করতে ইচ্ছে করবে না, চা–কফি পান বা খাওয়ার বিরতি নিন। কবে কী কাজ, সেই তালিকা বা চেকলিস্ট তৈরি করুন। যতই মুঠোফোন বা গুগল ক্যালেন্ডার থাকুক না কেন, হাতের কাছে ডায়েরি রাখুন। এতে সহজে কাজ করা যাবে।

You might also like!