Life Style News

1 year ago

Miracle Mango Tree : আম গাছে ম্যাজিক!একটি গাছে ১৪ প্রজাতির আম - বিস্মিত কৃষি বিজ্ঞান

Miracle Mango Tree
Miracle Mango Tree

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাচ্যের দেশগুলো বিশেষ করে ভারত,চিন,বাংলাদেশ কৃষি বিজ্ঞানে বহুদূর এগিয়ে গেছে। কৃষি গবেষণায় নতুন নতুন সৃষ্টি তারা করে চলেছে। আম নিয়ে গবেষণার শেষ নেই সম্প্রতি আম গবেষণায় সকলের নজর করেছেন গুজরাটের এক ব্যক্তি। আম নিয়ে চিন্তা ভাবনা ও গবেষণার পরে তিনি একটি আম গাছে ১৪ প্রজাতির আম ফলিয়েছেন। এক গাছে এক রকমের আম হয়। কখনও আবার দেখা যায় এক গাছেই দুই রকমের আম হচ্ছে। কিন্তু কখনও দেখেছেন একটাই গাছে ১৪ ধরণের আম হতে? হ্যাঁ এমনটাই ঘটিয়েছেন ধারু তালুকের এক চাষি। কিন্তু কি করে এটা সম্ভব হলো? গবেষক এখনো এটা নিয়ে বিশেষ মুখ খোলেন নি।

  এই প্রবীণ কৃষকের কর্ম প্রচেষ্টা ও মেধা দেখে অনেকেই বিস্মিত। ৭০ বছর বয়সী চাষির কাণ্ডে সকলেই অবাক। ব্যক্তির নাম ওকাভাই ভাট্টি। তিনি নিজের জমিতে একটি এমন আম গাছের চাষ করেছেন, যে সেই গাছে ১৪ রকমের আম ফলছে। শুধু তাই নয় এই আম হলি থেকে দিওয়ালি পর্যন্ত ফলন দেয়। প্রায় সারা বছর আম ফলতে থাকে এই গাছে। সব থেকে মজার হল প্রতিটি আলাদা প্রজাতির আম আলাদা আলাদা সময় হয়। ভাট্টি জানিয়েছেন, "আম নিয়ে আমার বরাবর কৌতূহল। আমি মহারাষ্ট্র ও রাজস্থানের কৃষই মহাবিদ্যালয়ে এই নিয়ে নানা রকম পড়াশুনো করে জানতে পারি বহু আম আজ আর নেই। সেই থেকেই এই ভাবনা মাথায় আসে। এবং একটি গাছেই কী ভাবে নানা রকমের আমের ফলন করা যায় সেদিকে নজর দিই।" তিনি সাংবাদিককে একটি গাছ দেখিয়ে বলেন,এই গাছটিতে আম্রপালি,নিলম, বেগম,নীল ফাগুন,সুন্দরী ইত্যাদি ১৪ প্রজাতির আম ফলে। কিন্তু কি করে? কৃষি বিজ্ঞানীরা বলছেন,ধৈর্য ও জ্ঞান নিয়ে কাটিঙের মাধ্যমে এটা সম্ভব হতে পারে।

You might also like!