Life Style News

9 months ago

Babies Dehydration: আপনার সদ্যজাত সন্তান হজমের সমস্যায় ভুগছে না তো? সতর্ক থাকুন

Babies Dehydration (File Picture)
Babies Dehydration (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়িতে সদ্যোজাতের আগমনের সাথে সাথেই অনেক সময় নানান নতুন নতুন সমস্যার সম্মুখীন হন পরিবারের সদশ্যেরা। জমের সমস্যা ও গ্যাস্ট্রিক সমস্যা প্রতিটি শিশুর ক্ষেত্রেই লক্ষ্য করা যায়।

এছাড়া অনেক শিশুই মাঝে মাঝে হজমের সমস্যার সম্মুখীন হয়। যেহেতু নবজাতকরা তাদের সমস্যা মুখ ফুটে বলতে পারে না, সেজন্য হজমের সমস্যাগুলি সনাক্ত করতে পারা খুব প্রয়োজন। নবজাতকদের হজম ও গ্যাস্ট্রিকের সমস্যা বোঝার জন্য বিভিন্ন লক্ষণ এবং উপসর্গ রয়েছে। শিশুদের খাওয়ানোর পর অনেক সময় থুতু সহ বমি লক্ষ্য করা যায়, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী এই ধরনের বমিকে স্বাভাবিক বলে মনে করা হয়।অনেক সময় নবজাতকদের বমির রং অন্য রঙের হলে বা সবুজ আভা থাকলে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত।

নবজাতকের মলের রং দেখেও আমরা শিশুর হজমের ও গ্যাস্ট্রিক সমস্যা বুঝতে পারি। নবজাতকের মলের রং স্বাভাবিক হলুদ রঙের না হয়ে অন্য রঙের হলে, বা জলযুক্ত মল ত্যাগ করলে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া শিশু ঘন ঘন মলত্যাগ করলে শিশুর শরীরে জলের অভাব দেখা যেতে পারে, সেজন্য দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। শিশুর শরীর কেমন আছে তা বোঝার সবচেয়ে সহজ উপায় শিশুর কান্না। বেশির ভাগ সময় শিশুর খিদে পেলে শিশু কেঁদে ওঠে, কিন্তু শিশুর শারীরিক কোনো সমস্যা হলে শিশু অনেক ক্ষন ধরে কান্নাকাটি করে এবং কান্নার আওয়াজের মাত্রাও বৃদ্ধি পায়।


শিশুর হজম সংক্রান্ত সমস্যার কারণ গুলির মধ্যে অন্যতম একটি কারণ হল শিশুর পেটে আটকে থাকা বাতাস। এই সমস্যা সমাধানের জন্য শিশুকে খাওয়ানোর পর, শিশুকে উপুড় করে শুইয়ে পিঠে চাপ দেওয়া উচিত। এর ফলে শিশুর পেটে থাকা বাতাস ঢেঁকুর এর মাধ্যমে বাইরে বেরিয়ে আসে এবং শিশু স্বস্তি রোধ করে। এছাড়া শিশুকে খাওয়ানোর সময় কিছু জিনিস মাথায় রাখা দরকার। প্রথমত, শিশুকে খাওয়ানোর সময় শিশুর মাথা উঁচু রাখা উচিত। দ্বিতীয়ত, বুকের দুধ খাওয়ানোর সময় শিশু যাতে বেশি বায়ু গ্রহণ না করতে পরে সেদিকে ও নজর রাখা খুব দরকার।

শিশুদের আর একটি সমস্যা লক্ষ্য করা যায়, সেটি হল ডায়রিয়া। অনেক সময় ডায়রিয়া স্বাভাবিক নিয়মে সেরে যাবে বলে মনে করেন অনেক পিতা মাতা। ভাইরাসের সংক্রমণে ডায়রিয়া হলে তা এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেলেও, ব্যাকটেরিয়া সংক্রমণে হাওয়া ডায়রিয়া অনেক দিন লক্ষ্য করা যায়। ডায়রিয়া সংক্রান্ত সমস্যা হলে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব দরকার, এর সঙ্গে শিশুর খাদ্যতালিকাও পরিবর্তন করা আবশ্যক। শিশুর এই লক্ষণগুলি আরও খারাপ হলে বা দীর্ঘস্থায়ী হলে, উপযুক্ত মূল্যায়ন এবং পরামর্শের জন্য একজন শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। নবজাতকের হজম সংক্রান্ত সমস্যা চিকিৎসা শাস্ত্রের সহায়তায় সমাধান করা সম্ভব।

You might also like!