Life Style News

6 months ago

Oils in Hand Care: হাতের ত্বক থাকবে মাখনের মত মসৃণ ও মুলায়েম! তাই প্রতি রাতে করতে হবে এই কাজ

Oils in Hand Care
Oils in Hand Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রত্যেকেই সারা দিন হাত দিয়ে নানা কাজকর্ম করেন। অফিসের কাজ থেকে শুরু করে সংসারের কাজ, সারা দিনই হাতের উপরে চাপ পড়ে। হাতের সঠিক যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে তাই। কিন্তু সময়ের অভাবে যত্ন নেওয়া হয় কি!

হাতের ত্বক মসৃণ রাখার জন্যে বিশেষজ্ঞরা ময়শ্চারাইজার লাগানোর পরামর্শও দেন।

বাজারচলতি ময়শ্চারাইজারের পরিবর্তে আপনি কিছু প্রাকৃতিক তেলও হাতে মালিশ করতে পারেন, যা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন নারকেল তেল। এই তেলে উপস্থিত উপকারী ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই হাতের ত্বককেও রাখে মসৃণ।

আমন্ড অয়েলে উপস্থিত ভিটামিন ই অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে, যা আপনার ত্বকের অন্দরে জমে থাকা টক্সিন সহজেই বের করে দেয়।

অলিভ অয়েলও ত্বকের জন্যে বেশ উপকারী ভূমিকা পালন করে। আর্দ্রতার মাত্রা তো ধরে রাখেই, একইসঙ্গে ত্বকের জেল্লাও ধরে রাখে।

প্রতি রাতে শুতে যাওয়ার আগে হাত পরিষ্কার করে কয়েক ফোঁটা তেল মালিশ করে নিন। ১-২ মিনিট মাসাজ করুন, এতেই উপকার মিলবে।

You might also like!