Life Style News

8 months ago

Gita Gyan: জীবনের কঠিন সময়ে আমাদের বার্তা দেন ঈশ্বর! আমরা কিভাবে বুঝব?

Gita Gyan (Symbolic Picture)
Gita Gyan (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গীতার বাণী জীবনে অনুসরণ করলে আমাদের জীবন বদলে যেতে পারে। শ্রীমদ ভগবত্‍ গীতা আমাদের জীবনের পথ দেখায়। কিন্তু অনেক সময়ই ঈশ্বরের দেওয়া বার্তাকে আমরা উপেক্ষা করি। জেনে নিন গীতায় কী পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ।

গীতার পরামর্শ

গীতার বাণী অনুসারে কঠিন সময়ে আমাদের পথ দেখান স্বয়ং ঈশ্বর। তিনি নিজেই আমাদের বার্তা দেন। কিন্তু ভাববেন না, কোনও আকাশ বাণীর মতো এই বার্তা আমাদের কাছে এসে পৌঁছবে। বার্তা আসবে আমাদের অন্তরের অনঃস্থল থেকে। জীবনে খারাপ সময় যখন আসে, তখন আমাদের ভেতর থেকেই খুব নরম গলায় কেউ যেন বলে, 'সব ভালো হয়ে যাবে।' এটাই হল ঈশ্বরের আওয়াজ। তাই যত কঠিন সময় জীবনে আসুক না কেন, ধৈর্য্য হারাবেন না। মনে রাখবেন, সংকটের মুহূর্তেও ঈশ্বর আমাদের মধ্যেই অবস্থান করছেন।

গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষ উপলব্ধি করেন যে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত নয়। একটা সময়ের পর আমরা বুঝতে পারি যে আমরা সেই সব অপ্রয়োজনীয় মানুষকে বেশি গুরুত্ব দিয়ে এসেছি, যাদের অবদান আমাদের জীবনে কিছুই না।

যখনই আপনার মনে কোনও সমস্যা তৈরি হবে, গভীর শ্বাস নিন এবং আপনার মনের সব সংকট, অস্থিরতা ও সংশয় ঈশ্বরের পায়ে নিবেদন করুন। কারণ ঈশ্বরের পায়ে জীবনের সব সমস্যার সমাধান হয়।

গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেক মানুষের নিজের রাদ নিয়ন্ত্রণে রাখা জরুরি। যখনই কোনও মানুষ রেগে যান, তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারান এবং রাগের বশে ভুল পদক্ষেপ করেন।

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুল হয়। পরে নিজের সিদ্ধান্তের জন্য ওই ব্যক্তিকে অনুতাপ করতে হয়।

শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেক মানুষ নিজের কর্ম অনুসারে অবশ্যই ফল লাভ করেন। সেই কারণে ফলাফলের কথা চিন্তা না করে নিজের কাজ করে যেতে হবে।

You might also like!