Life Style News

1 year ago

Clean Your Underarms: আন্ডার আর্মস ঝকঝকে রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম

How to Get a fresh Underarms?
How to Get a fresh Underarms?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আন্ডার আর্মস ঝকঝকে রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম। আমরা সকলেই কমবেশি মুখের যত্ন যতটা নি,ততটা কিন্তু আন্ডার আর্মস অর্থাৎ বগোলের যত্ন নিই না। ফলে সকলের সামনে হাত তুলতে লজ্জাবোধ হয়। তাই কয়েকটি টিপস মেনে চলুন -

১) নিয়মিত এক্সফোলিয়েট করুন। পালকের মতো মোলায়েম ও মসৃণ আন্ডারআর্ম অর্জন করতে নিয়মিত এক্সফোলিয়েশন মেনে চলুন। এক্সফোলিয়েটিং ত্বকের মৃত কোষগুলিকে অপসারণ করতে সাহায্য করে।

২) মৃদু স্ক্রাব ব্যবহার করতে চিনি ও নারকেল তেলে একসঙ্গে মিশিয়ে প্রাকৃতিক এক্সফোলিয়েটর তৈরি করে ব্যবহার করতে পারেন। এই উপকারী মিশ্রণ বৃত্তাকার গতিতে আন্ডারআর্মে আলতোভাবে স্ক্রাব করে ম্যাসাজ করুন।

৩) প্রতিদিন ময়শ্চারাইজ করুন। মসৃণ ও সুন্দর ত্বক বজায় রাখার জন্য আপনার আন্ডারআর্মগুলিকে ময়শ্চারাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪) শিয়া বাটার বা অ্যালোভেরার মতো হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। নিয়মিত ময়শ্চারাইজিংয়ের জেরে শুষ্কতা, জ্বালাভাব ও রুক্ষভাব দূর করতে সাহায্য করে।

৫) সঠিকভাবে শেভ করুন। শেভিং করার সময় বেশ কিছু কথা মাথায় রাখা দরকার। সঠিকভাবে শেভিং না করলে জ্বালাভাব বেশিদিন ধরে থাকতে পারে। এমনকি র‍্যাশেস, ইনগ্রাউন হেয়ার তৈরি হতে পারে। শেভ করার সময় ধারালো ও পরিষ্কার রেজার ব্যবহার করতে ভুলবেন না যেন।

You might also like!