Life Style News

9 months ago

Anti Aging Remedy: কলার খোসার গুণে বয়স বাড়লেও ত্বক থাকবে টানটান!

Banana Peel (File Picture)
Banana Peel (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতে পড়তে না পড়তেই শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন অনেকেই। তার সাথে বলিরেখা ও ব্রণর সমস্যাতো রয়েছেই। তাই বয়সের আগে বুড়িয়ে যাচ্ছেন অনেকে। তবে আপনার বয়স ধরে রাখতে পারবেন কলার খোসার ফেসপ্যাকের গুণে। কোনও ঝক্কি ও খরচ ছাড়াই ঝুলে যাওয়া ত্বকে কোলাজেন উৎপাদন বাড়াবে কলার খোসার প্যাক। কলার মতোই কলার খোসাতেও আছে দারুণ গুণ। আমরা খাওয়ার সঙ্গে সঙ্গে রূপচর্চায় ত্বক ও কলাকে জায়গা দিলেও কলার খোসা বঞ্চিতদেরই দলে। কিন্তু কলার খোসায় যা গুণ আছে, তা জানলে পরের বার থেকে আর মোটেও ছুঁড়ে ফেলবেন না।
পাকা ও কাঁচা দুই কলাতেই রয়েছে দারুণ গুণ। তবে গুণমানের দিক থেকে এগিয়ে পাকা কলা। এই ফলের খোসায় রয়েছে প্রচুর নিউট্রিশন এবং ফাইটোনিউট্রিশন। এই ফাইটোনিউট্রিশনই হল আসল যাদু কাঠি। এক ছোঁয়ায় নবযৌবন পায় ত্বক। এছাড়া কলার মতো খোসাতেও রয়েছে জিঙ্ক, অ্যান্টিঅক্সিড্যান্ট,ভিটামিন বি ৬ ও ভিটামিন বি ১২।

You might also like!