Life Style News

8 months ago

Bad Breath Home Remedies: ব্রাশ করার পরেও মুখে দুর্গন্ধ! এই নিয়মেই ঘটবে সমস্যার সমাধান

Bad Breath (File Picture)
Bad Breath (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেক সময়ই ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ দেখা যায়। সেই সমস্যার সমাধান ঠিক কি করে করতে পারা যায়, তা ভেবে উঠতে পারেন না অনেকে। কিন্তু এই সমস্যার সমাধানের আসল জাদুমন্ত্র লুকিয়ে রয়েছে আমাদের ঘরের অন্দরের টোটকাতেই। কিভাবে, জানুনঃ 

জলেই মুক্তি

আর্য়ুবেদ বলছে, জল শুধু জীবনই নয়। অনেক ক্রনিক সমস্যার সমাধান লুকিয়ে জলেই। সঠিক পরিমাণে জল খেলেই নিষ্পত্তি হতে পারে একাধিক রোগের বলে দাবি বিশেষজ্ঞদের। মুখের দুর্গন্ধ তাড়াতে রোজ দফায় দফায় পরিমাণ মতো জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধুয়ে যায়। ফলে অনেকটাই কম হয় সমস্যা।

লবঙ্গের ঝাঁঝেই ঘুরবে খেলা

ওরাল হেলথে দারুণ ভূমিকা রয়েছে লবঙ্গের। দাঁতের ব্যথা, মাড়িতে প্রদাহ মেটানোর সঙ্গে সঙ্গে মুখের দুর্গন্ধকে পাড়া ছাড়া করতে দারুণ কার্যকরী লবঙ্গ। এই মশলা চিবিয়ে ওরালপ্যাথোজেনের বৃদ্ধি রোধ করা সম্ভব। এতে মেটে মুখে দুর্গন্ধের সমস্যাও। বাড়ির বাইরে থাকাকালীন মুখে একটা লবঙ্গ রাখলে আর দুর্গন্ধের জন্য বিব্রত হতে হবে না।

দুর্গন্ধ তাড়াতে দারুণ কাজের এই জিনিসও

মুখের দুর্গন্ধ তাড়াতে দারুণ কাজের নারকেল তেলও। এক ঢাকনা রান্নার নারকেল তেল মুখে নিয়ে কিছুক্ষণ রেখে কুলকুচি করে ফেলে দিন। তারপর দেখুন ম্যাজিক। একদম গায়েব হয়ে যাবে দুর্গন্ধ।

পেস্ট নয়, দাঁত মাজার সময় মাঝে মাঝে লাগান এই মিশ্রণ

দুর্গন্ধের সমস্যা থেকে নিশ্চিত মুক্তি দিতে পারে নুন ও সরষের তেল। হাতের তালুতে এই দুই জিনিস মিশিয়ে হালকা হাতে দাঁত ও মাড়িতে ম্যাসাজ করে নিন। দুর্গন্ধকে বিদেয় দিয়ে চকমকিয়ে উঠবে দাঁতও।

এই পাতাও দেবে কাজ

হেঁশেলে যদি পুদিনা পাতা থাকে, তাহলে মুখের দুর্গন্ধের সমস্যা নিয়ে আর চিন্তাই করতে হবে না। বাড়ি থেকে বেরনোর সময় দুটো পাতা তুলে ভালো করে চিবিয়ে নিন। এতে গোটা মুখে ছড়িয়ে যাবে পুদিনার মেনথল ঠান্ডা ভাব ও এক মিষ্টি ফ্লেভার। কারও একদম সামনে দাঁড়িয়ে কথা বললেও টের পাওয়া যাবে না দুর্গন্ধের।

You might also like!