kolkata

3 months ago

West Bengal Weather Update:উত্তরে প্রবল বৃষ্টির সতর্কতা ! তাপপ্রবাহ পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের,এখনও বর্ষার অপেক্ষা

West Bengal Weather Update
West Bengal Weather Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ ভাসছে। দক্ষিণবঙ্গ তেতেপুড়ে জ্বলছে। একই রাজ্যের দুই ছবি দেখে হা-হুতাশ হওয়ারই কথা। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরের একাধিক জেলায়। সেখানে কার্যত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আজ থেকে আগামী সাতদিন অর্থাৎ 14-20 জুন এই সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের 2 থেকে 3 ডিগ্রির উপরে থাকবে। স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গে। পরবর্তী সাতদিন অর্থাৎ 21 থেকে 27 জুন তাপমাত্রা সামান্য কমলেও বৃষ্টির পরিমাণ বাড়বে। এই পরিস্থিতিকে বর্ষার আগমনী বলছেন আবহাত্তয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে দমকা ও ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। পাহাড়ে প্রবল বৃষ্টি ও দুর্যোগ আপাতত চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা ও দক্ষিণ দিনাজপুরেও।

উলটো ছবি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। তাপপ্রবাহের সতর্কতা ও পরিস্থিতি থাকবে আজ এবং আগামিকাল ৷ এই দুইদিন চরম তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় ৷ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকছে।

বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। আজ, শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা। রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।


You might also like!