kolkata

2 hours ago

Samik Bhattacharya: পশ্চিমবঙ্গে সম্পূর্ণ নৈরাজ্য চলছে, শমীক ভট্টাচার্য

Samik Bhattacharya
Samik Bhattacharya

 

কলকাতা, ১৫ নভেম্বর : তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে সম্পূর্ণ নৈরাজ্য চলছে। আইনশৃঙ্খলা নেই বললেই চলে। বিহারে ভোটের ফল ঘোষণার পর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "গঙ্গা বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলায় পৌঁছেছে...পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলা হবে।" প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "প্রধানমন্ত্রী মোদী যা বলা উচিত ছিল তাই বলেছেন। পশ্চিমবঙ্গে যা হচ্ছে তা সম্পূর্ণ অরাজকতা, আইন-শৃঙ্খলার সম্পূর্ণ অনুপস্থিতি। পশ্চিমবঙ্গের জনগণ যে কোনও পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সরকারকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।"

You might also like!