kolkata

4 months ago

Private Tuition:স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৮ সপ্তাহ সময় দিল হাইকোর্ট

Calcutta High Court
Calcutta High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃস্কুল শিক্ষকরা যে প্রাইভেট টিউশন করাতে পারবেন না কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ আগেই ছিল। তবে অভিযোগ উঠছে, এখনও স্কুল শিক্ষকরা জেলায় জেলায় প্রাইভেট টিউশন করাচ্ছেন। স্কুল শিক্ষা দফতরকে প্রধান বিচারপতি টি এস শিবগণনমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী আট সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন, এই অভিযোগে ২০২১-এ ‘গৃহশিক্ষক কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস হাই কোর্টে মামলা করেন। সমিতি জানাচ্ছে, ২০২৩-এর ১ মে মামলার শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল, ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে তিন মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে। স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচলেকা চায়। সমিতির অভিযোগ, মুচলেকা দেওয়ার পরেও শিক্ষকরা টিউশন করছেন। গত ডিসেম্বরে ফের আদালত অবমাননা মামলা করেন সমিতি।

দীপঙ্কর বলেন, ‘‘এ বার আদালত পর্ষদ এবং সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের নিয়ে একটা কমিটি করতে বলেছে স্কুল শিক্ষা দফতরকে। প্রধান শিক্ষকদের মুচলেখা ঠিক কিনা এবং কী করে এই প্রাইভেট টিউশন বন্ধ হবে সে সম্পর্কে একটা রিপোর্ট আট সপ্তাহের মধ্যে হাই কোর্টকে জমা দিতে হবে।’’

সমিতির আইনজীবী এক্রামুল বারি বলেন, ‘‘আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন। টিউশন বন্ধ করার জন্য যে পরিকাঠামো দরকার, তা না থাকায় সরকার ব্যবস্থা নিতে পারছে না।’’ সমিতির তরফে অভিজিৎ প্রামাণিক বলেন, ‘‘জেলা স্কুল পরিদর্শক ও মধ্যশিক্ষা পর্ষদ ছাড়া প্রয়োজনে জেলাশাসকের সাহায্য নিয়ে এই প্রাইভেট টিউশন বন্ধ করুক স্কুল শিক্ষা দফতর।’’ স্কুল শিক্ষা দফতরের এক কর্তা বলেন, ‘‘আদালতের নির্দেশ পেয়েছি। কী ভাবে তাকার্যকর করার রূপরেখা তৈরি করা হবে।’’


You might also like!