kolkata

3 months ago

Ladies Special Bus: 'লেডিস স্পেশ্যাল' বাস চালু মঙ্গলে! কখন কোথায় ছাড়বে?

Kolkata Bus (File Picture)
Kolkata Bus (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহিলাদের জন্য রয়েছে বিশেষ ট্রেন 'লেডিস স্পেশ্যাল'। এছাড়া রাজ্যে মহিলাদের জন্য বেশকিছু সরকারি প্রকল্পও রয়েছে, যার অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। আর এবার মহিলাদের জন্য আরও এক উদ্যোগ রাজ্য সরকারের। মঙ্গলবারই চালু হচ্ছে 'লেডিস স্পেশ্যাল' বাস। এর ফলে অফিস যাতায়াত বা অন্যান্য প্রয়োজনে গন্তব্যে পৌঁছতে মহিলাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

কলকাতার মহিলারা ছাড়াও বিভিন্ন জেলা থেকেও হাজার হাজার মহিলা কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য রোজ শহরে আসেন। ভিড় বাসে ঠাসাঠাসি করে যেতে হয় মহিলা যাত্রীদের। ফলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখিনও হতে হয় তাঁদের। সেক্ষেত্রে এই বাস চালু হলে ওই ধরনের সমস্যা অনেকটা এড়ানো সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে।

এক্ষেত্রে অফিস টাইমে ব্যস্ত সময়ে শুধুমাত্র মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা চালু হচ্ছে কলকাতা শহরে। হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত মিলবে বিশেষ এই পরিষেবা। শুধুমাত্র মহিলা যাত্রীরাই উঠতে পারবেন এই বাস। চালকের ভূমিকার পুরুষ থাকলেও, কন্ডাক্টরের দায়িত্ব পালন করবেন মহিলাই। এক বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার হাওড়া স্টেশনের সামনে সকাল সাড়ে ১০টা নাগাদ আনুষ্ঠানিকভাবে মহিলাদের জন্য বিশেষ এই সরকারি বাস পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গ রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই মহিলা যাত্রীদের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পরীক্ষামূলকভাবে এই বাস পরিষেবা চালু করা হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় হাওড়া স্টেশন থেকে নন এসি এই বাসটি ছাড়বে। তারপর সেটি ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রিট, হাজরা, রাসবিহারী হয়ে পৌঁছবে বালিগঞ্জ স্টেশন। আবার বিকেল সাড়ে ৪টের সময় বালিগঞ্জ থেকে ছেড়ে ফিরবে হাওড়া স্টেশনে। তবে এখানেই শেষ নয়, চাহিদা বাড়লে আগামী দিনে এই ধরনের বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী।

উল্লেখ্য, মহিলাদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তার মধ্যে কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। এর ফলে রাজ্যের মহিলাদের একটা বড় অংশ উপকৃত। আর শুধু তাই নয়, সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারে টাকার অঙ্কও বাড়ান হয়েছে। আর এবার মহিলাদের যাতায়াতে সুবিধার জন্য বিশেষ বাসও নিয়ে আসছে রাজ্য সরকার।

You might also like!