kolkata

2 months ago

Techno City Police Station:সোহাম কাণ্ডে শোকজ টেকনোসিটি থানার আইসি

IC of Technocity police station Shokaj in Soham incident
IC of Technocity police station Shokaj in Soham incident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সঙ্গে নিউ টাউনের রেস্তরাঁর মালিকের অশান্তির ঘটনায় শোকজ করা হল টেকনোসিটি থানার আইসি ( Show Caused Notice IC Technocity Police) সোমনাথ ভট্টাচার্যকে। গত একমাস আগে নিউ টাউনের শুটিং করতে এসে রেস্তোরাঁ মালিকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অভিনেতা সোহম চক্রবর্তী। এই ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগ হয় টেকনোসিটি থানায়। পুলিশ সোহমের বিরুদ্ধে জামিনযোগ্য। তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা করেছে। এই অভিযোগ তুলে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন আনিসুল। গত বুধবার এই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিধাননগর পুলিশ কমিশনারেট ভর্ৎসনার মুখে পড়ে। ওই দিন পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়, সিসিটিভি কাজ করলেও, চড় কাণ্ডের ফুটেজ রেকর্ড হয়নি। অথচ রেস্তরাঁ মালিক হাতাহাতির বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আদালতে জমা দিয়েছেন। তাহলে ওই ফুটেজ কোথা থেকে এল, এই প্রশ্ন ওঠে হাই কোর্টে। এই চাপানউতোরের পরই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে টেকনো সিটি থানার আইসিকে শোকজ করা হল।

রাজ্যের তরফে বুধবারের শুনানিতে কলকাতা হাই কোর্টে জানানো হয়, সেদিনের চড় মারার ঘটনার কোনও সিসিটিভি ফুটেজই টেকনো সিটি থানায় সংরক্ষিত হয়নি। সিসিটিভি কাজ করলেও, ঘটনার বেশ কয়েকদিন আগে থেকে তা রেকর্ড হয়নি। টেকনো সিটি থানার ওসির কাছ থেকে গোটা ঘটনার ব্যাখা তলব করেছেন পুলিশ কমিশনার। থানার ওসির ব্যাখা থাকলে তা আদালতে জানানোর নির্দেশ দেন বিচারপতি সিনহা। হাই কোর্টের তরফে সস্ত্রীক রেস্তরাঁ মালিক এবং ম্যানেজারকে রক্ষাকবচ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, রেস্তরাঁ মালিক আনিসুর হক, তাঁর স্ত্রী সাহিল পারভিন এবং রেস্তরাঁর ম্যানেজারের বিরুদ্ধে এখনই গ্রেপ্তারির মতো কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। আগামী ৩১ জুলাই মামলার শুনানিতে পরবর্তী পদক্ষেপ স্থির হবে। তারই মাঝে টেকনো সিটি থানার আইসিকে শোকজ করল বিধাননগর পুলিশ কমিশনারেট।


You might also like!