kolkata

4 months ago

Wbchse: উচ্চ মাধ্যমিকে পাঠ্যবইয়ের পিডিএফ মিলবে ওয়েবসাইটে!

Books of Class 11 can be available in the website of Wbchse
Books of Class 11 can be available in the website of Wbchse

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উচ্চমাধ্যমিক স্তরের ভাষা বিষয়গুলির পাঠ্যবই প্রতি বছরের মতোই এবছরও রাজ্য সরকারের তরফে বিনামূল্যে দেওয়া হবে। তবে তা পড়ুয়াদের কাছে পৌঁছতে ক্ষণিক সময় লেগে যেতে পারে। অন্যদিকে, গরমের ছুটি শেষে ৩ জুন থেকে শিক্ষক, শিক্ষাকর্মীদের স্কুলে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে ১০ জুন খুলছে স্কুলের দরজা। বেশ কিছু স্কুল ইতিমধ্যেই অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস চালু করেছে। তবে শিক্ষকরা এই বিষয়ে জানাচ্ছিলেন সংশোধিত পাঠ্যক্রমের পাঠ্যবইয়ের অভাবে পঠনপাঠনে সমস্যা হচ্ছিল। সেই কারণেই এবার ভাষা বিষয়গুলির পাঠ্যবইয়ের পিডিএফ ওয়েবসাইটে আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায়, “ছাত্রছাত্রীদের, শিক্ষক-সবার সুবিধার্থে এটা করা হচ্ছে। যেহেতু পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন হয়েছে, তাই এবারই প্রথমবার পিডিএফ আপলোড করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সরকারিভাবে এই বিষয়গুলির পাঠ্যবই রাজ্যের সব জেলার ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যাবে।”

জানা যাচ্ছে, শুক্রবারই পাঠ্যবইগুলির পিডিএফ (PDF) সংসদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হতে পারে।  শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন “বইয়ের অভাবে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছিল। তাই আমরা অন্ততপক্ষে বাংলা, ইংরেজির পাঠ্যবইয়ের পিডিএফ ফাইল দেওয়ার কথা জানিয়েছিলাম সংসদ সভাপতিকে। পিডিএফগুলি অনলাইনে আপলোড করলে পঠনপাঠনের সমস্যার কিছুটা সুরাহা হবে।” সংশোধিত পাঠ্যক্রম অনুসারে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের অন্যান্য বিষয়গুলির পাঠ্যবই বাজারে আসতে শুরু করেছে। 

You might also like!