kolkata

4 months ago

BJP candidate Arjun Singh:গণনায় স্বচ্ছতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা অর্জুন, শ্রীরূপার

BJP candidate Arjun Singh
BJP candidate Arjun Singh

 

কলকাতা, ৩ জুন : গণনায় স্বচ্ছতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং শ্রীরূপা মিত্র চৌধুরী।

অর্জুনবাবু সোমবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “তৃণমূলের রাজনৈতিক সংস্থা ‘আইপ্যাক’ তার কর্মীদের গণনা আধিকারিকদের ছদ্মবেশে, সাধারণ পোশাকে পুলিশ কর্মীদের প্রবেশের ব্যবস্থা করতে পারে। তারা টিএমসি-র পক্ষে ভোটের তথ্যের অমিল করে গণনা কারচুপি করার পরিকল্পনা করেছে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করছি পরিচয় যাচাই করতে এবং গণনা আধিকারিকদের এবং গণনা প্রাঙ্গণে নিয়োজিত কর্মীদের বিশদ যাচাই করার জন্য। ”তিনি এই এক্স-বার্তা নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর, পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও যুক্ত করেছেন।

মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এদিন এক্স-বার্তায় অভিযোগ করেছেন, মালদার জেলাশাসক মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের গণনা আধিকারিক হিসাবে অস্থায়ী কর্মীদের নিয়োগ করছেন৷ এই ব্যাপারে কমিশনের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে৷ বিষয়টিতে কমিশনের হস্তক্ষেপের আবেদন করেছেন শ্রীরূপা।


You might also like!