kolkata

4 months ago

Kolkata :রাত পেরোলেই কলকাতা ও লাগোয়া অঞ্চলের ভোট, নিরাপত্তা আঁটোসাঁটো

After nightfall, the polling in Kolkata and nearby areas, security is tight
After nightfall, the polling in Kolkata and nearby areas, security is tight

 

কলকাতা, ৩১ মে : কলকাতা সহ মোট নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ রাত পেরোলেই।ভোটকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তা বলয় তৈরি করছে নির্বাচন কমিশন। পুলিশ আধিকারিকরা শুক্রবারও দফায় দফায় পরিস্থিতির ওপর নজর রাখছেন।

শেষ দফা নির্বাচনে কলকাতা শহরের রাস্তায় নামছে ১৩ হাজার কলকাতা পুলিশ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি থাকছে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার পর্যন্ত শহর জুড়ে টহলদারি করেছে ৭২টি রাতের টহলদারি গাড়ি। সংখ্যাটা বাড়বে।

উল্লেখ্য, কলকাতা পুলিশের আওতায় রয়েছে ৫টি লোকসভা কেন্দ্র। যার মধ্যে ১৬টি বিধানসভা কেন্দ্রের পুরোটাই লালবাজারের অধীনে এবং মেটিয়াবুরুজ ও ক্যানিং পূর্ব - এই দুটি বিধানসভা কেন্দ্রের একাংশের দায়িত্ব কলকাতা পুলিশের। লালবাজারের আওতায় রয়েছে মোট ৫১৫৮টি বুথ। ৫ থেকে ৮টি বুথ নিয়ে তৈরি হয়েছে ১টি করে সেক্টর। ৩ থেকে ৪টি সেক্টর নিয়ে গঠিত হয়েছে ১টি করে কিউআরটি।

কলকাতা পুলিশের আওতায় প্রতিটি থানায় থাকবে ৩টি করে আরটি মোবাইল ভ্যান ও একটি করে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস)। মোট সেক্টরের সংখ্যা ৩৪৭। মোট আরটি মোবাইল ভ্যানের সংখ্যা ২৪০। মোট এইচআরএফএস থাকছে ৮০টি।


You might also like!