Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Jharkhand

1 year ago

Narendra ModiLবিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে ১৫ নভেম্বর খুন্তিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Narendra Modi
Narendra Modi

 

রাঁচি, ১৩ নভেম্বর  : বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের খুন্তি জেলায় যাওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা ও বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুন্তিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী ১৫ নভেম্বর উলিহাতুর বিরসা ওডায় বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করবেন। বিরসা মুণ্ডার বংশধরদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর যাত্রার প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। খুন্তির জেলা প্রশাসক লোকেশ মিশ্র জানিয়েছেন, খুন্তির দুটি স্থানে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। উলিহাতুতে অল্প সময় কাটিয়ে প্রধানমন্ত্রী খুন্তির বিরসা কলেজ ফুটবল স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন। ঝাড়খণ্ড রাজ্য জুড়ে বিপুল সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর কথা শুনতে আসবেন। স্টেডিয়ামে সেই প্রস্তুতিও নেওয়া হয়েছে। ২৫ থেকে ৩০ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। কর্মসূচির জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। এসপিজি উলিহাতু থেকে হেলিপ্যাডসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এসপিজি জানিয়েছে, ১৫ নভেম্বর সকাল সাড়ে ৮টায় দিল্লি থেকে রাঁচির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দেড় ঘণ্টা পর তিনি রাঁচি বিমানবন্দরে পৌঁছোবেন। প্রধানমন্ত্রী সকাল ১০.২০ থেকে ১০.৩৫-এর মধ্যে উলিহাতুতে বিরসা মুণ্ডার মূর্তিতে ফুল দেবেন। এরপর বিরসা মুণ্ডার পৈতৃক বাড়িতে মুণ্ডার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী।


You might also like!