Jharkhand

6 months ago

Jharkhand: ঝাড়খণ্ডে এনকাউন্টারে নিকেশ ৪ কুখ্যাত নকশাল, গ্রেফতার দুই মাওবাদী

Nikesh 4 notorious Naxals, two Maoists arrested in Jharkhand encounter
Nikesh 4 notorious Naxals, two Maoists arrested in Jharkhand encounter

 

চাইবাসা, ১৭ জুন: ঝাড়খণ্ডের চাইবাসায় মাওবাদী-দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এনকাউন্টারে নিকেশ হয়েছে ৪ কুখ্যাত মাওবাদী, তাদের মধ্যে একজন জোনাল কমান্ডার, একজন সাব-জোনাল কমান্ডার ও অপর একজন এরিয়া কমান্ডার। এছাড়াও সোমবারের এই এনকাউন্টার চলাকালীন একজন এরিয়া কমান্ডার-সহ দু'জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের রাইফেল।

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার গুভা থানার অন্তর্গত লিপুঙ্গায় কুখ্যাত ৪ মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে একজনের মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। পশ্চিম সিংভূমের পুলিশ সুপার (এসপি) আশুতোষ শেখর এনকাউন্টার এবং নকশালদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সোমবার ভোরে জেলার গুভা থানা এলাকায় জঙ্গলের মধ্যে নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে এনকাউন্টার হয়। এনকাউন্টারে নকশালদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, নিরাপত্তা বাহিনী এনকাউন্টারে ৪ নকশালকে হত্যা করেছে।

You might also like!