Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Jharkhand

1 year ago

Jharkhand :ঝাড়খণ্ডের রাঁচিতে ২০ নভেম্বর গোপাষ্টমী মহোৎসব

Gopastami Mohotsav on November 20 in Ranchi, Jharkhand
Gopastami Mohotsav on November 20 in Ranchi, Jharkhand

 

রাঁচি, ৩ নভেম্বর  : ঝাড়খণ্ডের রাঁচিতে ২০ নভেম্বর পালিত হবে গোপাষ্টমী মহোৎসব। গৌশালা ট্রাস্টের চেয়ারম্যান পুনীত পোদ্দার শুক্রবার একথা জানান। এই মহোৎসব উপলক্ষ্যে সেদিন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানা গিয়েছে।

২০ নভেম্বর রাঁচির হারমু রোডের গোশালা ট্রাস্টের গোপাষ্টমী আয়োজক কমিটি ১১৯তম গোপাষ্টমী মহোৎসব আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করবে। গৌশালা ট্রাস্টের চেয়ারম্যান পুনীত পোদ্দার শুক্রবার জানান, ২০ নভেম্বর সন্ধ্যায় ‘গৌশালা’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সংগীতশিল্পী অনুরাধা পড়োওয়াল ও কবিতা পড়োওয়াল। সেই অনুষ্ঠানে যোগ দিতে বৃন্দাবন থেকে একটি বিশেষ নৃত্যনাট্য দলও আসবে। এছাড়াও ২০ নভেম্বর রাঁচির বিভিন্ন স্থানে তুলা দান, গণেশ পুজো, গোমাতা পুজো, শোভাযাত্রা, ঝুলন মেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।


You might also like!