Jharkhand

5 months ago

Chief Minister Hemant Soren:ঝাড়খণ্ডে মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন হেমন্তের ১১ জন মন্ত্রী

Chief Minister Hemant Soren
Chief Minister Hemant Soren

 

রাঁচি, ৮ জুলাই : সম্প্রসারিত হল ঝাড়খণ্ড মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ১১ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করলেন রাজ্যপাল। চম্পাই সোরেনের কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোমবার বিধানসভায় আস্থাভোটে জয়যুক্ত হন। সরকারের পক্ষে ৪৫টি ভোট পড়ে।

এরপরই সম্প্রসারিত হয় মন্ত্রিসভা। রাজভবনের বিরসা প্যাভিলিয়নে হেমন্ত সোরেনের মন্ত্রীরা শপথ নিয়েছেন। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চম্পই সোরেন, কংগ্রেস নেতা রামেশ্বর ওরাওঁ এবং আরজেডি নেতা সত্যানন্দ ভোক্তা। আবার মন্ত্রিসভায় যোগ দিলেন বৈদ্যনাথ রাম, মিথিলেশ কুমার ঠাকুর প্রমুখ। মোট ১১ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

You might also like!