Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

International

2 weeks ago

Osman Hadi: হাদি খুনের তদন্তে নাটক? ‘সরকারই মাস্টারমাইন্ড’—নিহত নেতার দাদার এমন দাবিতে ওপার বাংলায় তীব্র শোরগোল

Osman Hadi
Osman Hadi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। এই ঘটনার রেশ ধরে এবার সরাসরি ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুললেন নিহতের দাদা শরিফ ওমর বিন হাদি। তাঁর দাবি, ওসমানের মৃত্যুর নেপথ্যে বর্তমান সরকারের পরোক্ষ বা প্রত্যক্ষ মদত রয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগে আয়োজিত ‘শহীদি শপথ’ নামক একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিজের তীব্র ক্ষোভ উগরে দেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি অভিযোগ করেন যে, তাঁর ভাইয়ের মৃত্যুর পর ছয়টি দিন অতিবাহিত হলেও প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। সরকারের এই নিষ্ক্রিয়তা নিয়েই এখন প্রশ্ন তুলছেন তিনি।

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের আগে যাঁরা ক্ষমতাধর ছিলেন, যাঁরা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন তাঁরা কিন্তু আজকে কেউ এই বাংলাদেশে নেই। তাঁরা পালাতে বাধ্য হয়েছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন।” সেই সঙ্গে তাঁর আরও মন্তব্য, ”আপনারা যদি মনে করেন, আর দু’মাস পরে রাষ্ট্রক্ষমতা থেকে সরে গিয়ে বিদেশে চলে যাবেন। মনে রাখবেন, এই দেশের জনতা আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবেই। সরকারকে অনুরোধ, দ্রুত খুনিদের আমাদের সামনে উপস্থাপন করুন। নির্বাচনের পরিবেশ যেন বিঘ্নিত না হয়। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন, তা আমরা কখনওই হতে দেব না।”

প্রয়াত ভাইয়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর দাদা। ওমর বিন হাদি বলেন, ”রাজপথে আন্দোলন কীভাবে করতে হয়, কেমন করে স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়, কী করে জনসাধারণের নেতা হতে হয়; ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে গেছে।”

You might also like!