Horoscope

1 year ago

Rashifal of 6/5/23 আজকের দিন ৬ই মে২০২৩ কেমন যাবে আপনার জেনে নিন বিস্তারে

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা। পড়াশোনার জন্য দূরে ভ্রমণ। যে কোনও দিক থেকে আয় হতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ লাভ। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা। বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে। ব্যবসায় ভাল সুযোগ নষ্ট হওয়ার যোগ। আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। 


বৃষ রাশিঃ নিজের কাজে উন্নতি লক্ষ করতে পারবেন। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে। জলপথে ভ্রমণ ভাল হবে না, বিপদ ঘটতে পারে। শত্রুর জন্য ব্যবসার ক্ষতি। বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে। শিল্পীদের জন্য ভাল সময়। শরীরের ক্ষত থেকে সংক্রমণ ঘটতে পারে।  


মিথুন রাশিঃ পড়ে থাকা কাজ সেরে ফেলুন। পেটের সমস্যায় সারা দিন কষ্টে কাটতে পারে। বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসায় খুব ভাল সুযোগ মিলতে পারে। কঠিন কোনও সমস্যার সমাধান হতে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি। শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম লাভ। 


কর্কট রাশিঃ ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। লোকের কাছে খুব ভাল গুরুত্ব পাবেন। শত্রুভয় বাড়তে পারে। প্রিয়জনের খবর না পাওয়ায় মনখারাপ। ব্যবসায় উন্নতির যোগ। পায়ের যন্ত্রণা বাড়তে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে আয়। 


সিংহ রাশিঃ বাড়তি কাজের চাপ থাকবে। জটিল ব্যাধি থেকে মুক্তি। নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে। ধর্মীয় কাজে দান করতে পারেন। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। শিল্পীদের সময় খুব ভাল কাটবে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম পেতে পারেন। 


কন্যা রাশিঃ বিকালের দিকে শুভ পরিবর্তন। বন্ধুমহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে। চাকরিতে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। কোমরে আঘাত লাগতে পারে। কোনও আশা বিনষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। কোনও মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। 


তুলা রাশিঃ খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না। সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধে পাবেন। সন্তানদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। হৃদ্‌রোগ দেখা দিতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাধতে পারে। 


বৃশ্চিক রাশিঃ বিষয়-সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সুযোগসন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন। পেটের সমস্যা বাড়তে পারে। শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে। সঙ্গীতচর্চা থেকে আনন্দ লাভ। 


ধনু রাশিঃ শেয়ারে বাড়তি টাকা না লাগানোই শ্রেয়। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। খুব নিকট কোথাও সবান্ধব ভ্রমণ হতে পারে। দামি কিছু হারিয়ে যেতে পারে। পাওনা টাকা ফেরত পেতে পারেন। বাইরে ভোগান্তি হওয়ার যোগ। মাথার যন্ত্রণা বাড়তে পারে। 


মকর রাশিঃ নতুন কাজের পরিকল্পনা হতে পারে। চিকিৎসার জন্য অর্থব্যয় হতে পারে। অপর কারও জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে। প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে। মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। ব্যবসায় কলহ বাধতে পারে। চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। চাকরিতে চাপ বাড়তে পারে। 


কুম্ভ রাশিঃ কর্মে বিশেষ একটা মন থাকবে না। বিবাহ নিয়ে কোনও মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনও কাজে হঠকারিতা না করাই ভাল। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি। শিক্ষার ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায় হতে পারে। বিজ্ঞান বিষয়ে আলোচনা হতে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। 


মীন রাশিঃ নামী কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন। কর্মস্থানে আপনি কারও কুটিলতার শিকার হতে পারেন। সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারেন। ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে। সন্তানের জন্য চিন্তা। বাবার সঙ্গে বিবাদ। কাজে সাহসের পরিচয় দিতে হবে। ভাল কাজের জন্য সুযোগ আসতে পারে। 

You might also like!