Health

1 year ago

Pregnancy Diet: মার্শম্যালো থেকে আচার, গর্ভাবস্থায় ৪৯% মহিলার 'লোভ' জন্মায় নানা খাবারে

Pregnancy Diet
Pregnancy Diet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগর্ভাবস্থায় উদ্ভট খাবারের উপর লোভ জন্মায় মহিলাদের। কিন্তু কেন জন্মায় তা কিন্তু জানা যায়নি। ওয়ানপোল দ্বারা পরিচালিত সমীক্ষায় ২০০০ জন মহিলার মধ্যে ৮৯ শতাংশ মহিলা তাদের গর্ভাবস্থায় খুবই ‘লোভী’ হয়ে পড়েন। এর মধ্যে ৪৯% তাঁদের খিদে মেটাতে আচার এবং পনির, চিনাবাদাম, মাখন, মার্শম্যালো, স্যান্ডউইচের মতো উদ্ভট খাবার খেয়ে।

গবেষণায় আরও বলা হয়েছে যে সমস্ত লোভ থাকা সত্ত্বেও ৫০ শতাংশ মহিলা প্রথম ত্রৈমাসিকের শেষের দিকে আরও পুষ্টিকর খাবার খেতে শুরু করে এবং ৬৮ শতাংশ তাদের অনাগত শিশুর ভাল স্বাস্থ্যের জন্য প্রসবের আগে ভিটামিন গ্রহণ করা শুরু করে।


You might also like!