Health

1 year ago

Monsoon Health Tips : ঘরে ঘরে হচ্ছে কনজাংটিভাইটিস, রোগের লক্ষণ কী

Conjunctivitis
Conjunctivitis

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জল পড়ে চলেছে ক্রমাগত । ঘরে ঘরে এখন শুধু কনজাংটিভাইটিস (Conjunctivitis) হচ্ছে । এটি জয় বাংলা নামেও পরিচিত । বর্ষাকালেই (Monsoon Health Tips) এই রোগের ঝুঁকি বাড়ে । চিকিৎসকদের কথায়, বর্ষার আর্দ্রতাজনিত বাতাসে জীবাণু এবং ভাইরাসের বৃদ্ধির কারণে কনজাংটিভাইটিসের বাড়বাড়ন্ত হয় । তাই এই সময় চোখের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন ।

ছোট থেকে বড় যে কেউ কনজাংটিভাইটিসে আক্রান্ত হতে পারে। এই রোগ মূলত সংক্রামক । তাই নিজের ও পরিবারের চোখের যত্ন নিতে হবে । তবে, তার আগে কীভাবে বুঝবেন যে আপনার কনজাংটিভাইটিস হয়েছে ?

কনজাংটিভাইটিসের লক্ষণ (Conjunctivitis Symptoms)

চোখ লাল হওয়া

চোখ ফোলা বা চুলকানো

চোখ জ্বালা করা

চোখ থেকে ক্রমাগত জল পড়া

কীভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন, জেনে নিন (Conjuctivitis Prevention)

যতটা সম্ভব আপনার চোখকে বিশ্রাম দিন

সরাসরি সূর্যের আলোতে যাবেন না । সানগ্লাস পরতে ভুলবেন না

ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করুন

ঘন ঘন চোখে হাত দেবেন না। এতে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে

ঘনঘন হাত ধুয়ে, তারপর চোখে হাত দেবেন

বাড়াবাড়ি হলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন । চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ বা ওষুধ ব্যবহার করুন।

You might also like!