Game

6 months ago

China Remembrance Day: আগামীকাল চীনের প্রাচীরকে স্মরণ করার দিন

Gostho Pal
Gostho Pal

 

কলকাতা, ৭ এপ্রিল: গোষ্ঠ পাল। একজন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড়। রক্ষণে তাঁর অসম্ভব দক্ষতার জন্য দৈনিক ইংলিশম্যান তাঁকে চিনের প্রাচীর উপাধি দিয়েছিলেন। গোষ্ঠ পাল বাংলাদেশের নড়িয়ার ভোজেস্বর গ্রামে ১৮৯৬ -র ২০ আগস্ট জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তাঁর জন্ম হলেও কলকাতার "সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশন"–এ স্কুলজীবন কাটিয়েছেন। ১৯০৭ সালে মাত্র ১১ বছর বয়েসে কলকাতার কুমারটুলি ক্লাবে যোগ দেন। সেখানে খেলেছেন ১৯১৩ সাল পর্যন্ত। পরের বছর ১৯১২ সালে তিনি মোহনবাগান ক্লাবে যোগ দেন। এর আগের বছরই ১৯১১ সালে মোহনবাগান বিদেশীদের হারিয়ে স্মরণীয় আইএফএ শিল্ড জিতেছিল। ২৩ বছর মোহনবাগানে খেলেন। ৫ বছর মোহনবাগানের অধিনায়কও ছিলেন । এরপর ১৯২০ সালে ইস্টবেঙ্গল ক্লাব প্রথম যে দল গড়েছিল তাতে ছিলেন কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পাল। ১৯২০ সালে ইস্টবেঙ্গল হারকিউলিস কাপে খেলার জন্য মোহনবাগান ক্লাব থেকে তাকে হায়ারে নিয়েছিল এবং সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিল ইস্টবেঙ্গল। তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব পান ১৯২৪ সালে। সেই সময় বুটপরা ইউরোপিয়ান খেলোয়াড়দের তিনি রুখে দিতেন খালি পায়ে খেলে। ভারতীয় দল নিয়ে ১৯৩৩–এ তিনি সিংহলে যান। বর্তমানে যার নাম শ্রীলংকা। তিনি হকি, ক্রিকেট ও টেনিসও খেলতেও পারদর্শী ছিলেন ১৯৩৫ সালে ফুটবল থেকে অবসর নেন। আজকের দিনে(৮ এপ্রিল) কলকাতায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান।

You might also like!