Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Game

1 month ago

WTC25 Final: বুধবার শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা

ICC WTC Final 2025, AUS vs SA Match
ICC WTC Final 2025, AUS vs SA Match

 

লন্ডন, ১১ জুন :বুধবার শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডসে লাল বলের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সালে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে।১৯২১ সালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তারা প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় শিরোপার সামনে দাঁড়িয়ে।

প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩-২৪ চক্রে শেষ সাতটি টেস্ট জিতে অবিশ্বাস্যভাবে পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে যায়। ফলে লড়াইয়ে থাকা চারটি দলকে টপকে শীর্ষ দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে এসেছে।

প্রাইজমানি: আগের দুই আসরের তুলনায় এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি বেড়েছে প্রায় দ্বিগুণ। গত দুই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (১৯ কোটি ৫৫ লাখ টাকারও বেশি), কিন্তু এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৬ মিলিয়ন ডলারে (প্রায় ৪৪ কোটি টাকা)। আর রানার্সআপ দলেরও আয় বাড়ছে। গত দুই আসরে রানার্স আপ দল পেয়েছিল ৮ লাখ ডলার (৯কোটি ৭৭লাখ টাকা),এবার বেড়ে হয়েছে ২.১ মিলিয়ন ডলারে (২৫ কোটি ৬৬ লাখ টাকারও বেশি।)

ফাইনাল ড্র, টাই কিংবা পরিত্যক্ত হলে কী হবে?

কোনও কারণে যদি ফাইনাল ম্যাচটি ড্র বা টাই হয়, কিংবা কোনও কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত হয়, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং ট্রফি ও প্রাইজমানি ভাগাভাগি করে নেবে দুই দল। তবে ড্রয়ের সম্ভাবনা কমাতে রিজার্ভ ডে হিসেবে অতিরিক্ত একদিন খেলার সুযোগ রাখা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস কী বলেছে?

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী টেস্টের প্রথমদিন আকাশ মেঘলা থাকতে পারে এবং দ্বিতীয় দিনে সামান্য বৃষ্টিও হতে পারে। তবে টেস্টের শেষ তিনদিনের আবহাওয়া খেলার জন্য বেশ অনুকূল থাকবে বলে জানানো হয়েছে।


You might also like!