Game

4 hours ago

India vs South Africa called off: কুয়াশার কারণে পরিত্যক্ত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

India Vs South Africa 4th T20I Abandoned Due To Fog
India Vs South Africa 4th T20I Abandoned Due To Fog

 

লখনউ, ১৮ ডিসেম্বর  : কুয়াশার কারণে চতুর্থ টি-২০ ম্যাচ পরিত্যক্ত হল। লখনউ এর একানা স্টেডিয়াম কুয়াশায় ঢাকা ছিল। পরিস্কার দেখা যাচ্ছিল না সব কিছু। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হল। ৫ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ২-১এ। সিরিজের ফলাফল হবে আগামী শুক্রবার আমেদাবাদের পঞ্চম তথা শেষ ম্যাচে। এদিন আম্পায়াররা মাঠে নেমে পর্যবেক্ষণ করলেন কয়েক দফায়। তাতে শুধু অপেক্ষাই বাড়ল, খেলা শুরু করা গেল না। পরিস্থিতির উন্নতি না হওয়ায় রাত ১০টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

You might also like!