Game

4 months ago

T20 World Cup 2024 : টি ২০-তেও রাসেল ঝড়, পাপুয়া নিউ গিনিকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের

T20 World Cup 2024
T20 World Cup 2024

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জয় দিয়ে টি ২০ বিশ্বকাপের যাত্রা শুরু করল ওয়েস্ট ইন্ডিজ । ২ জুন পাপুয়া নিউ গিনি-র বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ক্যারিবিয়ানরা । ৫ উইকেটে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ । ব্যাটিং লাইন আপে শুরুর দিকে সমস্যা থাকলেও, শেষপর্যন্ত রসটন ও রাসেল ঝড়ে উড়ে যায় পাপুয়া গিনি-র ব্যাটাররা ।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ । পাপুয়া নিউ গিনি-র বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন বোলাররা । দ্বিতীয় ও তৃতীয় ওভারেই পরপর দুই উইকেট হারায় পাপুয়া নিউ গিনি । ১০০ রানে পৌঁছনোর আগেই ৬টি উইকেট তুলে নেন ক্যারিবিয়ান বোলাররা । ১৩৬ রানেই শেষ হয় পাপুয়া নিউ গিনি-র ইনিংস । দলের হয়ে অর্ধশতরান করেন সেসে বাউ । ৪৩ বলে ৫০ রান করেন তিনি । এছাড়া গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কিপলিন ডোরিগা । দু'টি করে উইকেট নেন রাসেল ও আলজারি জোসেফ ।

১৩৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে খেলতে নেমে শুরুটা ভাল হয়নি ওয়েস্ট ইন্ডিজের । প্রথম বলেই আউট হয়ে যান জনসন চার্লস । যদিও এরপর ব্র্যান্ডন কিং এবং নিকোলাস পুরান জুটি জমিয়ে দেন খেলা । ৫৩ রান যোগ করেন তাঁরা । কিন্তু, তাঁরা ফিরতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ । রভমন ১৫ রানে ও শেরফান ২ রানে আউট হয়ে যান । তবে তখনও ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছিলেন রসটন । এরপর তাঁর সঙ্গে ম্যাচের হাল ধরেন আন্দ্রে রাসেল । শুরু হয় রাসেল ঝড় । এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ পকেটে পুরে ফেলেন ক্যারিবিয়ানরা ।


You might also like!