Game

3 days ago

Australian Open 2025: চতুর্থ রাউন্ডের যোগ্যতা অর্জন সুইয়েটেকের

Suitek
Suitek

 

মেলবোর্ন, ১৮ জানুয়ারি : শনিবার এমা রাদুকানুর বিরুদ্ধে জয়ী হয়ে চতুর্থ রাউন্ডে প্রবেশ করে ইগা সুইয়েটেক প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা অর্জনের পথে এগিয়েছেন। রড ল্যাভার অ্যারেনায় পাঁচবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী সুয়াটেক সহজেই রাদুকানুর বিরুদ্ধে ১-১ থেকে টানা ১১ গেমে ৬-১, ৬-০-তে জয়লাভ করেছেন।

২২ বছর বয়সী রাদুকানুকে শুরু থেকেই প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিলেন সুয়াটেক। এই প্রথমবার রাদুকানু, ২০২১ ফ্লাশিং মেডোজ বিজয়ী, মেলবোর্নে তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন।

You might also like!