Game

3 hours ago

REAL MADRID vs FC BARCELONA: বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ, এমবাপের জোড়া গোল

REAL MADRID vs FC BARCELONA
REAL MADRID vs FC BARCELONA

 

মাদ্রিদ, ১৬ মার্চ : ঘরের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে শুরুতে এগিয়ে গিয়ে, পুরোটা সময় আক্রমণে দাপট দেখিয়েও জয় নিয়ে ফিরতে পারল না ভিয়ারেয়াল। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জয় তুলে নিয়েছে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে টেবিলের শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ৭ মিনিটে কর্নার থেকেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলেক্স বায়েনারের কর্নার থেকে গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ।

ভিয়ারেয়ালের টানা আক্রমণটা সামলে সপ্তদশ মিনিটে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। এমবাপের পাসে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরাল শটে গোল করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা এমবাপে। এরপর ২৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১এ এগিয়ে দেন এমবাপে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্স থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। লা লিগায় এমবাপের গোল হল ২৬ ম্যাচে ২০টি। তার চেয়ে একটি বেশি নিয়ে শীর্ষে আছেন বার্সিলোনার লেভানদোভস্কি।

২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে আছে দুইয়ে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে আতলেতিক বিলবাও ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ভিয়ারেয়াল ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। আতলেতিকোর মাঠে রবিবার হবে টেবিলের দুই ও তিন নম্বর দলের লড়াই। এই হাইভোল্টেজ ম্যাচটি জিতলেই শীর্ষে ফিরবে হান্সি ফ্লিকের দল।

You might also like!