Game

6 months ago

PCB: গ্যারি কারস্টেনকে নতুন কোচ নিয়োগ করতে যাচ্ছে পিসিবি

PCB is going to appoint Gary Karsten as the new coach
PCB is going to appoint Gary Karsten as the new coach

 

করাচি, ৭ এপ্রিল: ওয়ানডে এবং টি-টোয়েন্টির কোচ হিসেবে গ্যারি কারস্টেনকে বাবরদের কোচ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইপিএল শেষে হবে পাকা চুক্তি। উল্লেখ্য ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাকিস্তান ক্রিকেটে কোন স্থায়ী কোচ নেই। বিভিন্ন সময় বিভিন্ন কোচের নাম শোনা গেছে কিন্তু বাস্তবে তা রূপ নেয়নি। এবার সম্ভবত বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্তে আসতে পেরেছে পিসিবি। বিশ্বকাপের জন্য দুজন হাই প্রোফাইল কোচকে নিয়োগ করতে যাচ্ছে তাঁরা। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেনের ওপর সাদা বলের সব দায় থাকবে। অর্থাৎ ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটের জন্য তারসঙ্গে চুক্তি প্রায় পাকা। কোচ হিসেবে যোগ দিয়ে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হবে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ। কারস্টেন এখন ব্যস্ত আইপিএল নিয়ে। তিনি ২০২২ সাল থেকে গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ।চলতি সিজন শেষ করেই পাকিস্তানের ওয়ানডে এবং টি-২০ কোচ হিসেবে কাজ শুরু করতে পারেন তিনি।

You might also like!