Game

2 months ago

Paris Olympics: ‌ছক ছিল অলিম্পিকে অশান্তি পাকানোর,গ্রেফতার প্যারিসে রাশিয়ান যুবক

1 riot case in Paris Olympic had just caught by Police
1 riot case in Paris Olympic had just caught by Police

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিক শুরুর আগেই অশান্তি। এক রাশিয়ান যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে অলিম্পিকের সময় অশান্তি পাকানোর পরিকল্পনা ছিল ওই যুবকের। জানা গেছে ধৃত যুবকের বয়স ৪০। তাঁর কথা গোপন সুত্রে জানতে পারে প্যারিস পুলিশ। তিনি একটি হোটেলে ছিলেন। সেখানেই হানা দেয় পুলিশ আর গ্রেফতার করা হয় যুবককে। ঘর থেকে অলিম্পিকের সুরক্ষা সংক্রান্ত অনেক নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম না জানালেও পুলিশ জানিয়েছে,স্বস্তির খবর এটাই যে কোনো জঙ্গিমূলক সংগঠনের সাথে তিনি যুক্ত নন।


গত সপ্তাহে ১০ লক্ষের বেশি মানুষের নথি খতিয়ে দেখেছে প্যারিস পুলিশ। তাঁদের মধ্যে ক্রীড়াবিদ, কোচ, সাংবাদিক, স্বেচ্ছাসেবক, নিরাপত্তার সঙ্গে যুক্ত ব্যক্তি, স্থানীয় বাসিন্দাদেরকেও কড়া জেরা করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৪৩৬০ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছে প্রয়োজনীয় নথি ছিল না বলেই জানা গিয়েছে। সেই ৪৩৬০ জনের মধ্যে ৮৮০ জনের সঙ্গে বিদেশি কোনও শক্তির যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। তাঁদের জেরা করেই রাশিয়ার এই যুবকের খোঁজ পায় পুলিশ। তারপরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে!   

You might also like!