Game

4 months ago

IPL 2024 : সিংহের প্রস্থানে শিষ্যের চোখে জল, শনিবার আর কী দেখল বেঙ্গালুরু ?

Bengaluru
Bengaluru

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একজনের আবেগের মধ্যেই কী লুকিয়ে ছিল আর একজনের প্রস্থান। শনিবার রাতের পর থেকে তারই সুলুক সন্ধান করছে ভারতীয় ক্রিকেট। আরসিবি ক্রিকেটাররা যখন তাঁর উইকেটে আনন্দে উল্লসিত, তখন ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে গেলেন তিনি। তিনি মহেন্দ্র সিং ধোনি। আর মাঠের মধ্যেই চিকচিক করে উঠল তাঁর প্রিয় চিকুর চোখ। আইপিএল, ভারতীয় ক্রিকেট, এই সবকে দূরে ঠেলে বেঙ্গালুরুতে ধরা রইল এই ছবি। নিস্তব্ধ স্টেডিয়ামে প্রস্থান মহেন্দ্র সিং ধোনি। তাহলে কী শেষের শুরু হয়ে গেল। এই উত্তরের খোঁজেই এখন ভারতীয় ক্রিকেট।

আসলে শনিবার চিন্নাস্বামীতে এই ম্যাচ শুধু আরসিবি বনাম চেন্নাই ম্যাচের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই ম্যাচ ছাপিয়ে গিয়েছিল যাবতীয় আবেগকে। পন্ডিতরা বলছে, ডার্বি ম্যাচ হলে এমনটাই হওয়া উচিত। এক বিন্দুতে দাঁড়িয়ে থাকা দুটি দল, যাদের ভরসা সেরা দুই অস্ত্র।

যেখানে বিরাটের অবদান ৪৭। আর ধোনির পাশে স্কোরবোর্ডে লেখা রইল ১৩ বলে ২৫ রান। মাত্র ২৫ মিনিট মাঠে ছিলেন মাহি। তাতেই একটা ঝড় দেখল বেঙ্গালুরু। তিনি আউট হতেই সব স্তব্ধ। হয়তো শেষবারের মতো বেঙ্গালুরুর বাইশ গজে দেখা গেল তাঁকে। আর তাতেই আবেগে ভাসলেন প্রতিপক্ষ বিরাট।

You might also like!