ইস্তাম্বুল, ২১ ফেব্রুয়ারি : প্রথম লেগে ডাচ ক্লাব এজেড আলকমারের কাছে ৪-১ এ হারার পরই গালাতাসারাইয়ের ইউরোপা লিগ থেকে বিদায় প্রায় ঠিক হয়ে গিয়েছিল। আর বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগেও বিশেষ কিছু করতে পারল না ওসিমেন-মার্টেনসরা। ফলে ইউরোপা লিগের শেষ ষোলোতে থেকে বিদায় নিতে হল তুর্কি জায়ান্টদের।
ঘরের মাঠে ইউরোপা লিগের প্লে অফ ম্যাচের দ্বিতীয় লেগে এজেড আলকমারের সঙ্গে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে গালাতাসারাই। এর ফলে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে হেরে গালাতাসারাই ইউরোপা লিগ থেকে বিদায় নিল। আলকমারের হয়ে গোল দুটি করেছেন সেইয়া মাইকুমা এবং ডেনসো ক্যাসিয়াস। আর গালাতাসারাইয়ের হয়ে গোল দুটি করেছেন রোল্যান্ড সাল্লাই এবং ভিক্টর ওসিমেন। আর বৃহস্পতিবার রাতে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইতালিয়ান ক্লাব রোমাও। তারা দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে। প্রথম লেগে দুটি দলের ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। দ্বিতীয় লেগে রোমার হয়ে দুইটি গোল করেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। আর পোর্তোর হয়ে গোলটি করেন পিসিলি।